চট্টগ্রাম মহানগরীর ১৮নং ওয়ার্ড, পূর্ব বাকলিয়া এলাকার শিক্ষার অগ্রগতির কথা বিবেচনা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে এবং সাবেক মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী জনাব আলহাজ আব্দুল্লাহ-আল-নোমানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ১৭ জানুয়ারি ২০০৩ ইং তারিখে বিদ্যালয়টি মধ্যম বাকলিয়া উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়।
তবে বিদ্যালয়টি মধ্যম বাকলিয়ায় অবস্থিত না হওয়ায়, নাম পরিবর্তনের জন্য ৯ জানুয়ারি ২০০৫ তারিখে এলাকার ৫০ জন স্বাক্ষরিত একটি আবেদন পরিচালনা পর্ষদের নিকট জমা দেওয়া হয়। পরবর্তীতে সভায় বিষয়টি যুক্তিসঙ্গত বিবেচনায় গৃহীত হয় এবং বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পূর্ব বাকলিয়া উচ্চ বিদ্যালয় রাখা হয়। একইসঙ্গে সকল কাগজপত্র নতুন নামে অন্তর্ভুক্ত করা হয়।
বিদ্যালয়ের জন্য ১৭ ডিসেম্বর ২০০৫ ইং তারিখে স্থানীয় ব্যক্তিবর্গের সহায়তায় ২০ শতক জমি রেজিস্ট্রি করা হয়। পরবর্তীকালে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গের এককালীন অনুদানে বিদ্যালয় পরিচালিত হয়। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
জনাব আলহাজ মো. ছৈয়দ,
জনাব আলহাজ আব্দুল্লাহ-আল-নোমান,
জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ,
জনাব আলহাজ আলী আজগর,
জনাব আহমেদ ইলিয়াছ,
জনাব আলহাজ কামাল উদ্দীন প্রমুখ।
তবে শিক্ষক সম্মানী ও এমপিওভুক্তির দীর্ঘ প্রক্রিয়াজনিত সমস্যার কারণে, ২ জুলাই ২০০৯ তারিখ পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়র মহোদয়ের পরামর্শ অনুযায়ী, ৩০ আগস্ট ২০০৯ তারিখ আবেদনপত্র দাখিল করা হয় এবং ১ সেপ্টেম্বর ২০০৯ তারিখে বিদ্যালয় অধিগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে জমিদাতাগণ—
জনাব আলহাজ এম. জসিম উদ্দীন (কমিশনার),
জনাব আলহাজ মোহাম্মদ মহসিন,
এবং জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল গং—
মোট ২৯ শতক জমি রেজিস্ট্রি করে বিদ্যালয় হস্তান্তর সম্পন্ন করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিদ্যালয়টি ১ অক্টোবর ২০০৯ তারিখে অধিগ্রহণ করে এবং প্রধান শিক্ষক ২৫ জানুয়ারি ২০১০ ইং তারিখে আনুষ্ঠানিক চিঠি গ্রহণ করেন। ২০১০ সালের জানুয়ারি থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
একাডেমিক স্বীকৃতি ও এমপিওভুক্তি
- ২০১০-২০১৪ মেয়াদে বিদ্যালয় নিম্ন-মাধ্যমিক পর্যায়ে ১ম একাডেমিক স্বীকৃতি লাভ করে।
- ২০১৩-২০১৫ মেয়াদে মাধ্যমিক স্তরে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদানের অনুমতি পায়।
- ২৩ অক্টোবর ২০১৯ তারিখে বিদ্যালয়টি নিম্ন-মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত হয়।
বর্তমান অবস্থা
বর্তমানে বিদ্যালয়ে—
- প্রধান শিক্ষকসহ ১৩ জন শিক্ষক/শিক্ষিকা,
- ১ জন অফিস সহকারী,
- ৩ জন ৪র্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন